কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫ এ ০৬:০০ AM

অনুবিভাগ-৭ (ইউরোপ) এর কার্যাবলি

কন্টেন্ট: পাতা

ইউরোপ অনুবিভাগের একজন অতিরিক্ত সচিবের তত্ত্বাবধানে নিম্নলিখিত ৩টি অধিশাখা এবং ৪টি শাখা পরিচালিত হয়ে থাকেঃ

 ( ১) ইউরোপ-১ অধিশাখা (ইউরোপ শাখা-২, ৪ ) (২) ইউরোপ-২ অধিশাখা (ইউরোপ শাখা-৩ এবং ৫) (৩) ইউরোপ-৩ অধিশাখা


ইউরোপ অনুবিভাগ মূলতঃ বিভিন্ন ইউরোপীয় উন্নয়ন সহযোগী দেশ/সংস্থার সঙ্গে দ্বি-পাক্ষিক এবং বহুপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা  নিয়ে কাজ করে থাকে। বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে ইউরোপীয় দেশ/সংস্থা হতে প্রভুত পরিমানে অনুদান আহরিত হয়ে থাকে। ইউরোপ অনুবিভাগ এ সকল দেশ/সংস্থা সমূহ হতে কিছু কিছু ক্ষেত্রে ঋণও প্রক্রিয়াকরন করে থাকে।

ইউরোপ অনুবিভাগের উন্নয়ন সহযোগী দেশ/সংস্থার বিবরণী নিম্নে দেওয়া হলঃ

 

ইউরোপীয় ইউনিয়নঃ

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও বাংলাদেশ সরকারের মধ্যে ১৯৭৩ সাল থেকে দ্বিপাক্ষিক সহযোগিতা বিদ্যমান রয়েছে। বাংলাদেশের উন্নয়ন সহযোগী সংস্থার মধ্যে এটি অন্যতম। এ সংস্থাটি বাংলাদেশ সরকারকে  প্রতি বছর গড়ে ৭০-৮০ মিলিয়ন ইউরো উন্নয়ন সহায়তা প্রদান করে। ই,ইউ কর্তৃক বাংলাদেশকে প্রদত্ত সহায়তার পুরোটাই অনুদান। বাংলাদেশ সরকার ও ই,ইউ’র মধ্যে স্বাক্ষরিত "Multi-annual Indicative Program (MIP) 2011-2013" বিষয়ক  সমঝোতা স্মারকটির আওতায় ২০১১ হতে ২০১৩ সময়ের জন্য ই,ইউ বাংলাদেশ সরকারকে  মোট ১৯৮ মিলিয়ন ইউরো অনুদান হিসেবে প্রদত্ত প্রতিশ্রূতির বাস্তবায়ন শেষ পর্যায়ে রয়েছে। আগামী ২০১৪-২০২০ সময় কালের জন্য ইইউ বাংলাদেশের জন্য কোন Country Strategy Paper প্রস্তুত করবে না। বাংলাদেশের পরিকল্পনা দলিলের আওতায় ই,ইউ ২০১৪-২০২০ সময় কালের জন্য Country Programming প্রস্তুত করার উদ্যোগ গ্রহণ করেছে। সেই অনুযায়ী, বাংলাদেশ ২০১৪-২০২০ সালের জন্য ইইউ দেশ ভিশন-২০২১ এর উপর ভিত্তি করে নিম্নলিখিত তিনটি প্রধান খাতের উপর মনোযোগ নিবন্ধ করেছে, ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ও বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট নীতি নথি: (ক) গণতান্ত্রিক সরকার ও মানবাধিকার শক্তিশালীকরণ; (খ) খাদ্য নিরাপত্তা এবং পুষ্টিমান এবং (গ) শিক্ষা ও দক্ষতা উন্নয়ন।

 

যুক্তরাজ্য (ইউকে):

মার্কিন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ (ডিএফআইডি) ডিএফআইডি বাংলাদেশে বহুবার্ষিক রাষ্ট্রীয় কৌশলপত্রের অধীনে বাংলাদেশে সহযোগিতা প্রদান করে থাকে। মার্কিন যুক্তরাজ্য স্বদেশ সহযোগিতা পরিকল্পনা/কাঠামোর মাধ্যমে সহযোগিতার সম্মত অগ্রাধিকার এলাকাগুলো সহযোগিতার লক্ষ্যে অন্তর্ভুক করে। বাংলাদেশ সরকার ও ডিএফআইডির মধ্যে সুনির্দিষ্ট প্রকল্পের বিপরীতে অর্থায়নের স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়। চলমান সহযোগিতা কৌশল যে সমস্ত বিষয় গুরত্বারোপ করে তা হল: কার্যকর সূশাসন, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্য সেবা, শিক্ষা সেবা, দারিদ্র দূরীকরন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা

 

সুইস উন্নয়ন ও সহযোগিতা সংস্থা (এসডিসি):

বাংলাদেশে সুইস সহযোগিতা সুইস উন্নয়ন ও সহযোগিতা সংস্থা তার পঞ্চবার্ষিকী সহযোগিতা কৌশলের মাধ্যমে পরিচালিত হয়। চলমান সহযোগিতা কৌশল (২০১৩-২০১৭) বাংলাদেশে নিম্নলিখিত থিমোটিক এলাকায় গুরুত্বারোপ/লক্ষ্যবিন্দু স্থির করেছে:  বাজার এবং ব্যক্তিখাত সম্প্রসারণ, স্থানীয় সুশাসন প্রতিষ্ঠা, কর্মদক্ষতা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনে দুর্যোগ প্রেক্ষাপটে ঝুকিঁ হ্রাসকরণ এবং লিঙ্গ সমতা ইত্যাদি।

 

রাশিয়ান ফেডারেশনসহ অন্যান্য সিআইএসভুক্ত ( ইউক্রেন, কাজাখস্তান, বেলারুস, আজারবাইজান, উজবেকিস্তান,তুর্কমেনিস্তান, জর্জিয়া, আরমেনিয়া, তাজিকিস্তান, কিরঘিজস্তান, মলডোভা ইত্যাদি )দেশসমুহ:

রাশিয়ার সাথে বাংলাদেশ সরকারের দ্বিপাক্ষিক সম্পর্ক ১৯৭২ সাল থেকে বিদ্যমান । গত ১৫ জানুয়ারি ২০১৩ তারিখে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও রাশিয়ান ফেডারেশন সরকারের মধ্যে “রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণশীর্ষক প্রকল্পে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে ৫০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি স্টেট এক্সপোর্ট ক্রেডিট চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

 

এছাড়া, গত ৮-১০ জুলাই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর বেলারুশ সফরকালে গত ০৯ জুলাই ২০১৩ তারিখে বাংলাদেশ সরকার ও বেলারুশ সরকারের মধ্যে (ক) Provisional Framework Agreement on the Provision of Export Commodity Credits এবং(খ) Joint Declaration of Intent on the Cooperation in matters of Financing the  Delivery Contracts of Belarusian Goods (Works and Services) by providing the Preferential Export Loans শীর্ষক দুটি চুক্তি স্বাক্ষরিত হয় । স্বাক্ষরিত Frame work Agreement-এর আওতায় বেলারুসের রাষ্ট্রীয় লিজিং মোম্পানী কর্তৃক মিউনিসিপাল ও সিটি করপোরেশনের উন্নয়ন কাজে ব্যবহারের জন্য যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয় করা হবে ।

 

দ্য নেদারল্যান্ডস্‌

স্বাধীনতার পর হতেই রাজকীয় ডাচ্‌ সরকার বাংলাদেশকে উন্নয়ন সহায়তা প্রদান করছে। বাংলাদেশে ডাচ্‌ সহায়তাসমূহ অনুদান ও কারিগরি সহায়তার মাধ্যমে প্রদান করা হয়। বর্তমানে ডাচ্‌ সরকার বাংলাদেশের পানি সম্পদ খাতের উন্নয়ন ও এর ফলপ্রসূ ব্যবস্থাপনায় অগ্রাধিকারপূর্বক অনুদান সহায়তা অব্যাহত রেখেছে। নিকট অতীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পল্লী বিদ্যুতায়ন এবং শিক্ষা খাতেও ডাচ্‌ সরকারের সহায়তার বিষয়টিও স্মরণযোগ্য। সাম্প্রতিক সময়ে চলতি প্রকল্পসমূহের বিবিধ কার্যক্রম ছাড়াও ডাচ্‌-ভিত্তিক অরিও অথরিটি Rehabilitation of Water Management Infrastructure, Bhola’ শীর্ষক প্রকল্পের উন্নয়ন পর্যায়ে (সম্ভাব্যতা সমীক্ষা) ১.৩৬ মিলিয়ন ইউরো প্রদান করছে। সাধারণত অরিও অথরিটি অনুদান হিসাবে উন্নয়ন পর্যায়ে প্রকল্প ব্যয়ের শতভাগ প্রদান করে থাকে। অন্যদিকে, অরিও অথরিটি বাস্তবায়ন পর্যায় এবং অপারেশন ও রক্ষণাবেক্ষণ পর্যায়ে প্রকল্পের পঞ্চাশ শতাংশ পর্যন্ত ব্যয়ভাগ অনুদান হিসাবে বহন করে থাকে।

 

ফেডারেল রিপাবলিক অব জার্মানি

প্রজাতন্ত্রী জার্মান সরকার ১৯৭২ সাল হতে বাংলাদেশকে উন্নয়ন সহযোগিতা প্রদান করে আসছে। জার্মানি হতে প্রাপ্ত সহযোগিতার অধিকাংশই অনুদান প্রকৃতির। সম্প্রতি বিদ্যুত খাতে প্রথমবারের মত জার্মান সরকার অনুদানের পাশাপাশি নমনীয় ঋণ প্রদানে (৪৫ মিলিয়ন ইউরো বা ৪৬৮ কোটি টাকা) চুক্তিবদ্ধ হয়েছে। বর্তমানে জার্মান সহায়তার অগ্রাধিকার খাত সমূহ হলঃ নবায়নযোগ্য জ্বালানি ও জ্বালানি দক্ষতা, সুশাসন/আইনের শাসন/মানবাধিকার এবং শহরাঞ্চলে জলবায়ু অভিযোজন। কেএফডব্লিউ এবং জিআইজেড নামক প্রতিষ্ঠানদ্বয়ের মাধ্যমে বাংলাদেশে জার্মান সরকার যথাক্রমে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।

 

অন্যান্য উন্নয়নসহযোগী সংস্থা

১. ইউরোপীয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি):

প্রথমবারের মত গত ১৮ নভেম্বর ২০১৩ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ইউরোপীয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি)-এর মধ্যে Power System Expansion and Efficiency Improvement Investment Program-শীর্ষক কর্মসূচীর আওতায় ৮২ মিলিয়ন ইউরো (প্রায় ৮৩৪.১৪ কোটি টাকা)-র একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এছাড়াও, গত ৩০ জুন ২০১৪ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং ইআইবি এর মধ্যে Dhaka Environmentally Sustainable Water supply project-এ ১০০ মিলিয়ন ইউরো এর একটি ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর অর্থায়নে (অনুদান/ঋণ) বাংলাদেশের জন্য একটি উল্লেখযোগ্য অধ্যায় সূচনা করবে। আশা করা যায় যে, অদূর ভবিষ্যতে বাংলাদেশের অর্থনীতির বিভিন্ন খাত/কর্মসূচী/প্রকল্পে অর্থায়ন পূর্বক সহযোগিতার পরিধি আরো বিস্তৃত হবে।

 

২. এজেন্সিস ফ্রান্সেস ডি ডেভেলপমেন্ট (এএফডি):

ফ্রান্স সরকারের একটি উন্নয়ন অর্থায়ন সহায়তা প্রদানকারী সংস্থা হচ্ছে এএফডি। বাংলাদেশে এটির কার্যক্রম শূরু হয়েছে। ২০১২ সালে একটি “ ক্রেডিট ফ্যাসিলিটি চুক্তি” স্বাক্ষরের মাধ্যমে। পরিবহন খাতের একটি প্রকল্পে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এিডিবি)-এর সাথে কো-ফাইনান্সিং-এর মাধ্যমে এএফডি উল্লিখিত ঋণ প্রদান করেছে। বাংলাদেশের নগর অবকাঠামো উন্নয়ন যেমন সুপেয় পানি সরবরাহ, বিশুদ্ধ ও টেকসই জ্বালানী সরবরাহ এবং জলবায়ু পরিবর্তনের ফলে গৃহীত কৌশল সংশ্লিষ্ট খাত সমূহে এএফডি ভবিষ্যতে তাদের সহযোগিতা সম্প্রসারণ করবে বলে ধারনা করা হয়।

 

৩. GAIN:

এ সংস্থাটি মূলত অপুষ্টি দূরীকরণে কাজ করছে। এর ভিশন ও লক্ষ্য হচ্ছে দেশের জনগন, কমিউনিটি সর্বোপরি একটি দেশের মধ্যে থাকা অপ্রুতল পুষ্টির চাহিদা দূর করে একটি শক্তিশালী ও স্বাস্থ্যকর অর্থনৈতিক কাঠামো গড়ে তোলা। এ উদ্দেশ্য নিয়ে সম্প্রতি দুটি প্রকল্প গ্রহণের মাধ্যমে গেইন বাংলাদেশে তাদের কার্যক্রম শূরু করে। টেকসই মডেল তৈরী করে  বাজার ভিত্তিক কর্মসূচী গ্রহণের মাধ্যমে কমিউিনিটির মধ্যে সাম্যর্থ্য অনুযায়ী খাদ্য সরবরাহ করে গেইন বাংলাদেশের অপুষ্টির পরিমাণ কমিয়ে আনতে কাজ করে যাবে।

 

ইউরোপ অনুবিভাগের কার্যাদিঃ

ইউরোপ-১ অধিশাখাঃ

 এ অধিশাখাটি একজন যুগ্ম-সচিবের আওতায় একটি অধিশাখা (৩) এবং দুটি শাখা (২, ৪) রয়েছে। এ অধিশাখা মূলতঃ ইইউ, পশ্চিম ইউরোপীয় দেশসমূহ/সংস্থা, রাশিয়া ও সিআইএসভুক্ত দেশসমূহ (ইউক্রেন, কাজাখস্তান, বেলারুস, আজারবাইজান, উজবেকিস্তান,তুর্কমেনিস্তান, জর্জিয়া, আরমেনিয়া, তাজিকিস্তান, কিরঘিজস্তান, মলডোভা ইত্যাদিও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতামূলক কার্যাদি সম্পাদিত হয়। এর আওতাধীন শাখা ও অধিশাখা সমূহ হচ্ছেঃ

অধিশাখা-৩

একজন উপ-সচিবের আওতায় এ অধিশাখা  হতে ডিএফআইডি, এসডিসি, এএফডি এবং গেইনের সাথে অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতামূলক কাজ করা হয়ে থাকে।

ইউরোপ-২ শাখা

বর্তমানে একজন সিনিয়র সহকারী প্রধানের আওতায় এ শাখা হতে ইইউ, ইআইবি এবং বেলজিয়াম-এর সাথে অর্থনৈতিক এবং কারিগরি সহযোগিতামূলক কার্যাদি সম্পন্ন করা হয়।

ইউরোপ-৪ শাখা

একজন সিনিয়র সহকারী প্রধানের অধীনে এ শাখা হতে রাশিয়ান ফেডারেশন এবং সিআইএস দেশসমূহের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতামূলক কার্যাদি সম্পন্ন হয়। অধিকিন্তু এ শাখা হতে ইউরোপ অনুবিভাগের সমন্বয় সংক্রান্ত বিভিন্ন কার্যাদি সম্পাদিত হয়ে হয়ে।

ইউরোপ অধিশাখা-২

এ অধিশাখাটি একজন উপ-সচিবের আওতায় দুটি শাখা (৩ এবং ৫) রয়েছে। এ অধিশাখায় প্রজাতন্ত্রী জার্মান, অস্ট্রিয়া, নেদারল্যান্ডস, ইটালী ইত্যাদি দেশের সাথে বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতামূলক কার্যাদি পরিচালিত হয়ে থাকে। এর আওতাধীন শাখা সমূহ হচ্ছেঃ

ইউরোপ-৩ শাখা

একজন সহকারী প্রধানের অধীনে এ শাখা হতে নেদারল্যান্ডস, ইতালি ইত্যাদি দেশসমূহের সাথে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতামূলক কার্যাদি সম্পন্ন হয়।

ইউরোপ-৫ শাখা

একজন সিনিয়র সহকারী প্রধানের অধীনে এ শাখা হতে প্রজাতন্ত্রী জার্মান সরকার এবং অস্ট্রিয়ার মধ্যে আর্থিক ও কারিগরি সহযোগিতামূলক কার্যাদি সম্পন্ন হয় হয়ে থাকে। জার্মানি হতে প্রাপ্ত সহযোগিতার অধিকাংশই অনুদান প্রকৃতির। কেএফডব্লিউ এবং জিআইজেড নামক প্রতিষ্ঠানদ্বয়ের মাধ্যমে বাংলাদেশে জার্মান সরকার যথাক্রমে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে থাকে।

 

উন্নয়ন সহযোগী দেশ/সংস্থার সম্পূর্ণ ঠিকানাঃ

ইউরোপীয়ান ইউনিয়ন (ইউ)
প্লট-৭, রোড-৮৪
গুলশান, ঢাকা
টেলিঃ ৮৮২৪৭৩০
ফ্যাক্সঃ ৮৮২৮৬২২
ওয়েবঃডেলবাংলাদেশ.ইউ


ইউকে ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যশনাল ডিভেলপমেন্ট (ইউকেএইড)

মিজ সারা চোক
কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ
ইউকেএইড, বাংলাদেশ
ব্রিটিশ হাই কমিশন
ইউএন রোড
বারিধারা, ঢাকা-১২১২
টেলিফোনঃ ৮৮১০৮০০, ৮৮২০২০৪ ফ্যাক্সঃ ৮৮০২-৮৮২৩১৮১
http:/www.gov.uk/world/Bangladesh

 

সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি)

মি. ইউরাস হেরেন
এমবাসেডর
সুইজারল্যান্ড দূতাবাস, ঢাকা
বাই’স ইডজেওয়াটার, ৮ ফ্লোর, প্লট-১২, নর্থ এভেনিউ
গুলশান-২, ঢাকা-১২১২
টেলিফোনঃ ৮৮২৩৮২২, ৮৮২৯৫৫৫, ৮৮১২৩৯২
ফ্যাক্সঃ ৮৮০২-৮৮২৩৪৭৯
ই-মেইল-ঢাকা@এসডিছি.নেট
ওয়েব : www.sdc.org.bd

 

মি.ডিরেক মিথাস মুয়েলার হেড অফ কোঅপারেশন

সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট এন্ড কোঅপারেশন (এসডিসি)
সুইজারল্যান্ড দূতাবাস, ঢাকা
বাই’স ইডজেওয়াটার, ৮ ফ্লোর, প্লট-১২, নর্থ এভেনিউ


এজেন্সি ফ্রান্সেস ডি ডেভেলপমেন্ট (এএফডি)

মি. মিথেল ট্রিনকুয়ের
এমবাসেডর
ফ্রান্স দূতাবাস
রোড-৮, বাড়ি-২/ ই-৩য় তলা
বারিধারা, ঢাকা-১২১২

মিজ মেরিউন সাইবিলিউন
প্রকল্প সমন্বয়কারী
ফ্রান্স দূতাবাস, ঢাকা
রোড-৮, বাড়ী-২/ই-৩য় তলা
বারিধারা, ঢাকা-১২১২
টেলিফোনঃ ৮৮২২৭৫১-৫৪
ফ্যাক্সঃ ৮৮০২-৯৮৬০৭১২
ওয়েবঃ www.dree.org/bangladesh .
ই-মেইল- sybillinm@afd.fr  
       www.afd.fr

 

দ্য গ্লোবাল এলাইন্স ফর ইমপ্রোভড নিউট্রিশন (গেইন)

নর্থ গুলশান-২, ঢাকা-১২১২
মোবাইলঃ ৮৮০২-০১৭৫৬৬১৯২৪৭
ই-মেইলঃbkar@gainhealth.org

 

রাশিয়ান ফেডারেশন

রাশিয়ান দূতাবাস
বাড়ী NE (J) 9, Road 79
গুলশান-২, ঢাকা-১২১২
ফ্যাক্সঃ (৮৮০২) ৯৮৬-৩২-৮৫
ই-মেইলঃrusembbd@gmail.Com


এমবাসি অব দ্য কিনডম অব দ্যা নেদারল্যান্ডস

রোড নং-৯০, হাউজ নং-৪৯, গুলশান-২
ঢাকা-১২১২
টেলিফোনঃ ৮৮২২৭১৫


ফেডারেল রিপাবলিক অব জার্মানী

জার্মান এমবাসেডর টু বাংলাদেশ
১৭৮, গুলশান এভিনিউ
গুলশান-২
ঢাকা-১২১২
টেলিফোনঃ ৮৮০-২৯৮৫৩৫২১
ফ্যাক্সঃ ৮৮০-২৯৮৫৩২৬০
ই-মেইলঃ Info@dhaka.diplo.de


কেএফডব্লিউ অফিস, ঢাকা

জার্মান হাউস
রোড-৯০, হাউজ-১০/সি
গুলশান-২, ঢাকা
মোবাইলঃ ৮৮০১৬১৫০৫৯৮৩৯
টেলিফোনঃ ৪৯৬৯৭৪৩১-০
ফ্যাক্সঃ৪৯৬৯৭৪৩১-২৯৪৪


জিআইজেড অফিস, ঢাকা

জার্মান অফিস
রোড-৯০, হাউজ-১০/সি
গুলশান-২, ঢাকা
মোবাইলঃ ০১৭১৩০৬৩৭৮৪
টেলিফোনঃ ০২৮৮২৩০৭০; ইস্টঃ১০১
ফ্যাক্সঃ ০২৮৮২৩০৯৯

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন